বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। ইউটিউব কারও ঘুম কেড়ে নেয় আবার কারো ক্যারিয়ার ও হয়।ইউটিউব নিয়ে বলতে গেলে পোষ্ট শেষ করা কষ্ট হয়ে যাবে। তাই পোষ্টের মূল প্রসঙ্গ যাই।ভিডিও আপলোড করার সময় টাইটেলে অবশ্যই কিওয়ার্ড রাখবেন। ইউটিউব ব্যবহারকারী কিওয়ার্ড দিয়েই সার্চ করে থাকে। বাংলায় টাইটেল দিতে পারেন। বাংলায় অনেক মানুষ ইউটিউবে সার্চ করে থাকে।ইউটিউবে কোটি কোটি ভিডিও রয়েছে। যেহেতু কোটি কোটি ভিডিও রয়েছে তাহলে কোটি কোটি টাইটেলও রয়েছে। আপনি চাইবেন না যে,আপনার ভিডিওর টাইটেলে লাখ ভিডিও থাকুক। আপনি চাইলে ধরুন ৫০ হাজার এর ভেতর থাক।
ভিন্ন ভিন্ন টাইটেল দিয়ে আপনি সার্চ রেজাল্টের প্রথম সারিতে আনতে পারেন। যদি ভিডিও টা র্যাঙ্ক করে। টাইটেলের শেষে এমন কিছু শব্দ দিতে পারেন যা আপনার ভিডিও কম্পিটিশন কমে যাবে। তাহলে জেনে আসা যাক এমন কিছু শব্দ।
সাল
আপনি আপনার ভিডিও শেষে সাল দিতে পারেন। এতে আপনার ভিডিওর কম্পিটিশন কমে যাবে। আর প্রায় ইউটিউব ব্যবহারকারী চায় নতুন সালের ভিডিও দেখতে। ধরুন: How to Optimize Your YouTube Video Titles এর জায়গায় How to Optimize Your YouTube Video Titles in 2018 লাগাতে পারেন।
bangla tutorial
ইউটিউবে ইংরেজিতে সার্চ করলে দেখা যায় ইংরেজি ভিডিও গুলি আসে। তাই ইউটিউব ব্যবহারকরী টাইটেলে শেষে bangla tutorial জুরে দেয়। এতে ভিডিওর কম্পিটিশন কমে যায়। সহজের সার্চ রেজাল্ট চলে আসে।
আরো এমন কিছু শব্দ আপনার জানা থাকলে কমেন্ট এ দিতে পারেন। পোষ্ট এ যোগ করে দিবো।
Please note that the content, videos and images used in this blog may have been taken from various websites/books. We share them for your valuable content, others' benefit. However, if you have any objections, please let us know. Your content will be removed.
2 Comments
উপরের টিপসগুলি শুধু নতুন দের জন্য।
ReplyDeleteভালো টিপস
ReplyDelete