এন্ড্রয়েড দিয়ে অ্যাপ ডেভেলপ করার জন্য দারুন কয়েকটি অ্যাপলিকেশন।
কখনও আমাদের হয়তো মনে হয়েছে, অ্যাপ কিভাবে তৈরি করা হয়। কে অ্যাপ তৈরি করে। আসলে কম্পিউটার দিয়ে অ্যাপলিকেশন তৈরি হয়। তবে এন্ড্রয়েড ফোন দিয়েও অ্যাপ তৈরি করা যায়। অ্যাপ তৈরি করা হয় অ্যাপ দিয়েই। ভালো অ্যাপ তৈরি করার জন্য ভালো কোডিং জানা লাগে। তবে অল্প কোডিং জেনেও অ্যাপ তৈরি করা যায়। তো চলুন কিছু অ্যাপ নিয়ে আলোচনা করে নেয়া যাক।
AIDE
যারা ভালো কোডিং জানে তারা AIDE দিয়ে খুব সহজেই একটি অ্যাপ তৈরি করতে পারে। এআইডিই প্লে স্টোর এ ১ মিলিয়ন বার ডাওনলোড করা হয়েছে। এটি একটি জনপ্রিয় অ্যাপ।চাইলেই আপনি ভালো একটি অ্যাপ তৈরি করতে পারেন।
Sketchware
যারা প্রোগ্রামিং কম জানে তাদের জন্য Sketchware অ্যাপলিকেশন। এটি দিয়ে আপনি সহজেই একটি অ্যাপ তৈরি করতে পারবেন। Sketchware প্লে স্টোর এ ১ মিলিয়ন বার ডাওনলোড করা হয়েছে।
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।
0 Comments