পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব।কেউ কেউ বিনোদন পাওয়ার জন্য ইউটিউবে ডু-মারে কিন্তু ইউটিউব শুধু মাত্র ডু-মারার জায়গা না।ইউটিউবের সাথে জড়িয়ে আছে বহু মানুষের ক্যারিয়ার,বিজনেস ইত্যাদি।বর্তমানে বাংলাদেশের হাজারো যুবক ইউটিউব এর সাথে জরিত আছে।শুধু মাত্র যুবকেরাই আছে তা না,যুবতীরাও ইউটিউব এর সাথে জরিত আছে।এসব জরিত লোকেরা শুধু মাত্র টাকা ইনকাম করার ধান্দা নিয়ে ইউটিউবে কাজ করছে না।তারা মানুষের উপকার এবং সেলিব্রিটি হওয়ার জন্যও কাজ করছে।ইউটিউব থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন তবে যদি আপনি ভালো ভিডিও কনটেন্ট তৈরি করতে পারেন।ইউটিউবে ভিডিও দেখে হয়ত ভেবেছেন এসব ভিডিও বানিয়ে,মানুষের লাভ কি?এদের লাভ হচ্ছে টাকা💵।এরা টাকার বিনিময়ে ইউটিউবে কাজ করে থাকে।কি বলেন ভাই, ইউটিউব থেকে ইনকাম তাহলে এক্ষনি কাজে লেগে পড়ি?আরে ভাই দাড়ান,ইউটিউবে কাজ করার আগে নিচের পয়েন্ট গুলা দেখে,একটু ভাবুন।
- ইউটিউবে কাজ করার জন্য কতটুকু আগ্রহ আছে সেটা বিবেচনা করেন।আপনার যদি আগ্রহ না থাকে তাহলে ইউটিউব থেকে ছিটকে পরবেন।youtube এ কাজ করার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে।তখন আগ্রহ না থাকলে ইউটিউব থেকে আপনি এমনিতেই বেড়িয়ে আসবেন।
- আপনি কি শেয়ার করবেন,আপনি নিজে কতটুকু জানেন এবং কতটুকু অন্যাকে দিতে পারবেন সেটা বিবেচনা করবেন।আপনি কোন না কোন বিষয়ে ভালো জানেন,আর সেই জানাটাকেই কাজে লাগিয়ে ফেলুন।আপনি যে বিষয় ইউটিউবে শেয়ার করবেন,সে বিষয়ে কতটুকু আপনি জানেন।যদি ওই বিষয়ের জ্ঞান কম থাকে তাহলে ওই বিষয়ে জ্ঞান চর্চা করুন।সাধারণত Youtube এ মানুষ যায় কিছু(বিনোদন,শিক্ষা ইত্যাদি) পাওয়ার জন্য।আপনার কাছে যদি ভালো তথ্য/সৃজনশীলতা না থাকে তাহলে ভিডিও বানাবেন কিভাবে?
- নিজের বিষয়ে কিছুটা ভাবুন।যেমন ধরেন টেলিভিশনে যারা উপস্থাপক/অভিনেতা তারা কত সুন্দর করে কথা বলে তাদের অংগ ভংগি কত সুন্দর।তাদের কথা গুলা বলার জন্য ভিডিও কত সুন্দরই না হয়।আপনার কন্ঠ মাঝামাঝি হলে সমস্যা নাই।কন্ঠ খারাপ হলে ভিডিও একেবারেই নষ্ট হয়ে যায়।তবে আজকের বাজারে কন্ঠ ভালো করার হাজারো সফটওয়্যার আছে।এসব সফটওয়্যার ব্যবহার করে একটি পরিষ্কার করা যায়।
- অর্থ।কথায় আছে টাকা থাকলে বাঘের চোখ ও মিলে।টাকা দিয়ে youtube এ রাতারাতি বড় হওয়া যায়।তবে কিছু টাকা বিনিয়োগ করলে ভালো হয়।জিরো থেকে হিরো হওয়া খুবই কষ্ট।ইউটিউবে বিনিয়োগ ছাড়াই সপ্ন পূরন করা যায়।
- আপনার কি ইউটিউবে কাজ করার জন্য প্রয়োজনীয় সবকিছু আছে?যেমনঃকম্পিউটার,ডিএসএলআর ক্যামেরা,ভালো মোবাইল ইত্যাদি।কম্পিউটার/মোবাইল না থাকলে ইউটিউবে কাজ করতে পারবেন না।ধরেন আপনি কমেডি নিয়ে কাজ করতে চাচ্ছেন এখন ভিডিও রেকর্ড করার জন্য ভালো ক্যামেরা অবশ্যক।
আপনি বলতে পারেন,ভাই আমি একটা চ্যানেল দেখলাম কি খ্যাত?উত্তর হলোঃতারা বিড়াল এর মত ইচড়েবিচড়ে উঠেছে।এত বড় দুনিয়ায় ইনকাম করার রাস্তা অনেক আছে।কি দরকার ইচড়েবিচড়ে ইউটিউবে বড় হওয়ার।আপনি যেই কাজটা ভালো পারেন,সেই কাজটা করেন।এতে জীবনে উন্নতি করতে পারবেন।উপরের পয়েন্ট গুলা যদি আপনার ভেতর থেকে থাকে তাহলেই আপনি ইউটিউবে কাজ করার যোগ্য।ইউটিউব নিয়ে আরো পোষ্ট পড়ুন।
পোষ্ট টি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।আপনার বন্ধুদের অথবা প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।
Please note that the content, videos and images used in this blog may have been taken from various websites/books. We share them for your valuable content, others' benefit. However, if you have any objections, please let us know. Your content will be removed.
1 Comments
কপিরাইট স্ট্রাইক এর কারণে ইউটিউব কর্তৃপক্ষ আমার চ্যানেল কে সাসপেন্ড করে দিয়েছে।।
ReplyDeleteআমার ৪২ হাজার এর ও বেশি সাবস্ক্রাইবার ছিলো।। ২০১৮ সালে এই ঘটনার শিকার হই... কোন উপায় থাকলে দয়া করে বলবেন...।