![]() |
চিত্রঃ ব্লগার। |
আসসালামু আলাইকুম?প্রিয় পাঠক,কেমন আছেন?আমি ভালোই আছি।আজকে আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।পোস্টটি হলো,কিভাবে ব্লাগার সাইট ডিলিট করা যায়
।আমরা যখন ব্লগিং শুরু করি।তখন আমরা অনেকেই নতুন নতুন ব্লগ খুলি।এভাবে অনেক ব্লগ সাইট খুুলতে থাকি।এক সময় অনেক ব্লগ হয়ে যায়।এসব ব্লগ ওয়েবসাইট অকেজো হয়ে পড়ে থাকে।তাই এগুলো ডিলিট করার প্রয়োজন পড়ে।তো বন্ধুরা আর কথা বাড়াবো না,কাজে যাওয়া যাক।
কিভাবে আপনার Blogger ব্লগটি Delete করবেন
১.প্রথমেই ব্লগার ডট কম এ যান।তারপর আপনি যেই ব্লগটি ডিলিট করতে চান,সেই ব্লগে লগইন করুন।
২.তারপর Settings এ ক্লিক করুন।
৩. সবশেষে Other এ ক্লিক করে Detete blog লেখায় ক্লিক করলেই আপনার ব্লগ সাইটটি ডিলিট হয়ে যাবে।
How to Delete a Blog on Blogger bangla,How to Delete a Blog on Blogger bangla
আশা করি বুঝতে পেরেছেন।না বুঝলে কমেন্ট করুন।টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।আমরা আপনার কমেন্ট দেখা মাত্রই উত্তর দিয়ে দেয়ার চেষ্টা করবো।প্রযুক্তি বিষয়ক পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।
0 Response to "কিভাবে আপনার Blogger ব্লগটি Delete করবেন"
Post a Comment