');

A Rickshaw-Puller

A rickshaw-puller is a person who earns his bread by driving rickshaw. Very often he drives the rickshaw of others. He is quite familiar both in cities and towns. Generally, he lives in a slum. Though he works hard upto late night, he leads a poor life. He does ot consider the condition of the weather.
He works hard despite foul dispute between him and the passenger for fare. If he falls sick, his family members fall in distress. All of them have to starve. He cannot enjoy peace and happiness. He also suffers from inferiority complex. His children bright future. Sometimes, passengers behave roughly with him. But he does not have sufficient strength to tackle i. Some rickshaw-pullers try to cheat the passengers. He takes rest here and there or sitting on his rickshaw. On the whole, his life is full of sufferings. To support his family, he has to drive the rickshaw despite his illness. In fact, he leads a very poor and subhuman life.

অনুবাদঃ রিক্সা চালিয়ে যে ব্যক্তি জীবিকা উপার্জন করে তাকে রিক্সাচালক বলে । প্রায়ই পরের রিক্সা চালায় । শহর , নগরীতে সে খুবই পরিচিত ব্যক্তি । সাধারণত সে বস্তি ভায় বসবাস করে । যদিও সে গভীর রাত অবধি কঠোর পরিশ্রম করে তথাপি সে । বিদ জীবনযাপন করে । সে আবহাওয়ার অবস্থা বিবেচনা করে না । সে খারাপ আবহাওয়া সত্ত্বেও কঠোর পিরশ্রম করে । মাঝে মাঝে ভাড়া নিয়ে তার ও যাত্রীর মধ্যে * বিতর্ক দেখা দেয় ।
যদি সে অসুস্থ হয়ে পড়ে তবে তার পরিবারের সদস্যরা দুর্দশায় পড়ে । তাদের সকলকে অনাহারে থাকতে হয় । সে সুখ - শান্তি ভােগ করতে পারে না । সে হীমন্যতাবােধেও কষ্ট পায় । তার ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যতের আশা করতে পারে না । মাঝে মাঝে যাত্রীরা তার সাথে খারাপ ব্যবহার করে । কিন্তু তা মােকাবেলা করার যথেষ্ট সামর্থ্য তার নেই । কতক রিক্সাচালক যাত্রীকে ঠকাতে চেষ্টা করে । সে । এখানে সেখানে বা তার রিক্সায় বসে বিশ্রাম করে । মােটের উপর , তার জীবন দুঃখ কষ্টে পরিপূর্ণ । তার পরিবারের ভরণপােষণ করার জন্য তাকে অসুস্থতা উপেক্ষা করে । রিক্সা চালাতে হয় । প্রকৃতপক্ষে , সে খুবই দরিদ্র ও মানবেতর জীবনযাপন করে।
Source: innovative english composition    
Please note that the content, videos and images used in this blog may have been taken from various websites/books. We share them for your valuable content, others' benefit. However, if you have any objections, please let us know. Your content will be removed.
insurance bd,Online education,insurance,Online education, bkash,nagod,mobile banking bd