![]() |
ছবি: গুগল এডসেন্স এর কাজ কি |
এডসেন্স এর কাজ কি
অনেকেই প্রথমে অ্যাডসেন্সকে পিটিসি সাইট ভেবে বসে কিন্তু অ্যাডসেন্স সে রকম নয়।বিশ্ব বিক্ষাত গুগল কোম্পানিকে চেনে না,এমন মোবাইল-ফোন ব্যবহারকারীকে পাওয়া হয়তো বিরল।আর সেই গুগল এরই একটি অংশ হচ্ছে এডসেন্স।এটি তাদের আয়ের বড় অংশ।এডসেন্স হচ্ছে সবচেয়ে বড় অনলাইন বিঙ্গাপন মিডিয়া।
অনলাইনে আপনি হয়ত বিভিন্ন বিঙ্গাপন দেখেছেন তার বেশির ভাগটাই গুগল এডসেন্স।গুগল এডসেন্স থেকে আয় করতে চাইলে আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থাকতে হবে।যদি ইউটিউব এ এডসেন্স পেতে চান তাহলে ভিডিও আপলোড করতে হবে এবং আয় বাড়ানোর জন্য ভিডিও আপলোড করে যেতেই হবে।অন্যদিকে ব্লগ-ওয়েবসাইটে এডসেন্স পেতে হলে লিখতে হবে এবং আয় বাড়ানোর জন্য লিখে যেতেই হবে।অ্যাডসেন্স বিঙ্গাপনে ক্লিক এর ভিত্তিতে অর্থ প্রদান করে।তাই ভিজিটর বাড়লে বিঙ্গাপনে ক্লিকও বাড়বে।
অনলাইনে আপনি হয়ত বিভিন্ন বিঙ্গাপন দেখেছেন তার বেশির ভাগটাই গুগল এডসেন্স।গুগল এডসেন্স থেকে আয় করতে চাইলে আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থাকতে হবে।যদি ইউটিউব এ এডসেন্স পেতে চান তাহলে ভিডিও আপলোড করতে হবে এবং আয় বাড়ানোর জন্য ভিডিও আপলোড করে যেতেই হবে।অন্যদিকে ব্লগ-ওয়েবসাইটে এডসেন্স পেতে হলে লিখতে হবে এবং আয় বাড়ানোর জন্য লিখে যেতেই হবে।অ্যাডসেন্স বিঙ্গাপনে ক্লিক এর ভিত্তিতে অর্থ প্রদান করে।তাই ভিজিটর বাড়লে বিঙ্গাপনে ক্লিকও বাড়বে।
পরিশেষে বলা যায় যে,অ্যাডসেন্স এর কাজ হলো কন্টেন্ট তৈরি করে ভিজটর বাড়ানো এবং ভালো পরিমান আয় করা।
আশা করি আপনি বিষয়টি বুজতে পেরেছেন। ভালো লাগলে শেয়ার করুন।না বুঝলে কমেন্ট করুন।
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।
0 Response to "গুগল এডসেন্স এর কাজ কি বা কি কাজ করতে হয়?"
Post a Comment