');
Am is are এর ব্যবহার
আপনি যদি ইংরেজিতে পারদর্শী হতে চান তাহলে Am, Is এবং Are এর ব্যবহার জানা জরুরি।
এটা খুব সহজ একটি বিষয় যদি আপনি পুরো আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন।

Am is are এর ব্যবহার


চলুন প্রথমেই জানা যাক,

 Am এর ব্যবহার


প্রধানত আমরা First person singular  number  মানে শুধু I এর ক্ষেত্রে Am ব্যবহার করবো।
যেমনঃ  
  •  I am a student (আমি একজন ছাএ)
  •  I am a good boy (আমি একজন ভালো ছেলে)
  •  I am a lazy boy (আমি একজন অলস ছেলে)
Present continuous tense হিসেবে Am ব্যবহৃত হয়।
Sub+am+verb এর সাথে ing+extension 
  • I am writing the post (আমি পোষ্টটি লিখতেছি)
  • I am going home (আমি বাড়ি যাইতেছি)
  • I am talking ( আমি কথা বলছি)

Is এর ব্যবহার


বাক্যের সাবজেক্ট যদি 3rd person singular number হয় তাহলে Is ব্যবহৃত হয়।
যেমনঃ
  • He is a regular student (সে একজন নিয়মিত ছাএ)
  •  He is a clever boy (সে একজন চালাক ছেলে)
  •  Rahim is lazy boy (রহিম অলস ছেলে)
Present continuous tense হিসেবে Is ব্যবহৃত হয়।
Sub+is+verb এর সাথে ing+extension 
  • He is walking on the road (সে রাস্তায় হাটিতেছে )
  • Karim is eating rice (রহিম ভাত খাচ্ছে)
  • He is sleeping( সে ঘুমাচ্ছে)

Are এর ব্যবহার


বাক্যের সাবজেক্ট যদি You এবং Plural হয় তাহলে Are ব্যবহৃত হয়।
যেমনঃ 
  • You are a  regular student (তুমি একজন নিয়মিত ছাএ)
  •  We are Bangladeshi (আমরা বাংলাদেশি)
  •  They are lazy (তারা অলস)
Present continuous tense হিসেবে Are ব্যবহৃত হয়।
Sub+are+verb এর সাথে ing+extension 
  • You are reading the post ( আপনি পোস্ট পড়ছেন )
  • We are walking (আমরা হাটতেছি)
  • They are sleeping( তারা ঘুমাচ্ছে )
আরো জানুনঃ  Am Is Are






আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।না বুঝলে কমেন্ট করুন।শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।
Please note that the content, videos and images used in this blog may have been taken from various websites/books. We share them for your valuable content, others' benefit. However, if you have any objections, please let us know. Your content will be removed.
insurance bd,Online education,insurance,Online education, bkash,nagod,mobile banking bd