ফ্রিল্যান্সিং যদি আপনার জীবনের লক্ষ্য হয় তাহলে ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি তা জানা উচিৎ।

ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি?

বর্তমানে কোন কাজের চাহিদা বেশি


কোনো কাজ শুরু করার আগে পরিকল্পনা প্রয়োজন।পরিকল্পনা ছাড়া কাজে সফল হওয়া খুব কঠিন।

তো আমরা সফল হওয়ার জন্য অবশ্যই পরিকল্পনা গ্রহণ করবো।

তবে সবার আগে বিসমিল্লাহ বলে শুরু করবেন।আল্লাহর কথা সব সময় স্মরণ  করবেন।

আচ্ছা,দুনিয়াতে কোন কাজের চাহিদা বেশি?মন দিয়ে একটু ভাবুন তো!🤔🤔

আমার মন বলে কৃষি বা কনস্ট্রাকশান হবে হয়তো।এসব কাজের প্রচুর চাহিদা রয়েছে। 

শ্রমিক হওয়া কি সহজ?তারা রোদে-পুরে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে!

অবশ্যই সহজ বিষয় না।এ কাজে জনবল প্রচুর।

প্রচুর চাহিদা-প্রচুর শ্রমিক=০

তাহলে কী দাড়ালো?যেমন কর্ম তেমন ফল,যতটুকু করবে ততটুকুই পাবে।

এই সমীকরণ গুলোতে সমাপ্ত হলো😋😋 

তবে এরই মাঝে যারা অদক্ষ তারা কাজ পায় না😥😥

চলুন চার্ট এর মাধ্যমে আমরা তিনটি স্কিল নিয়ে গবেষণা করি।👀

স্কিলের নাম চাহিদা জনবল ফলাফল
ডেটা এন্ট্রি প্রচুর প্রচুর
ওয়েব ডেভেলপমেন্ট মোটামুটি মোটামুটি
গ্রাফিক্স ডিজাইন মোটামুটি মোটামুটি

চার্ট বিশ্লেষণঃ ডেটা এন্ট্রি কাজে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও সহজ বলে এ কাজে প্রচুর কম্পিটিশন।
অন্যদিকে গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কাজে চাহিদা মোটামুটি থাকা সত্ত্বেও একটু কঠিন বলে এ কাজে তুলনামূলকভাবে কম্পিটিশন কম।
তাহলে বুঝতে পারছেন হয়তো, যেই লাউ সেই কদু।

তাহলে কোন কাজ শেখা উচিৎ?


আমরা নিজের সম্বন্ধে একটু-আধটু জানি।
নিজেকে প্রশ্ন করুন তো 🤔
 কোন কাজ আপনার ভালো লাগে বা কোন কাজের প্রতি আপনার ভালোবাসা আছে,জানার ইচ্ছে বেশি।
যেটা আপনার ভালো লাগে সেটাই শেখা উচিৎ।কোন কাজে টাকা বেশি, চাহিদা কম, শেখা সহজ এসব মাথা থেকে বের করে ফেলুন।
এমনও ওয়েব ডেভেলপার আছে যার ইনকাম ০ টাকা আবার এমনও ওয়েব ডেভেলপার আছে যার ইনকাম লক্ষ টাকার উপরে।
কেউ গ্রাফিক্স ডিজাইন কাজই পাচ্ছে না আবার কেউ ডেটা এন্ট্রি করে ৬ ডিজিট পরিমাণ আয় করছে।
তাহলে গেম চেঞ্জার কি হতে পারে?
আপনার ভালোবাসা ভালোলাগাই হতে পারে গেম চেঞ্জার!😍

যে কাজে আপনার ভালোবাসা থাকবে সে কাজে আপনি দক্ষ হয়ে উঠবেন।

যে যত দক্ষতা সম্পূর্ণ  হবে সে তত সফলতা অর্জন করবে।

হুম!এটাই বাস্তবতা 😶

বিশ্বাস না হলে নিচের সোর্স গুলো দেখতে পারেন🔻

📌 দক্ষতাই হলো ফ্রিল্যান্সিং প্রফেশনের মূল চাবিকাঠি

📌ভারসাম্য ও দক্ষতার অনন্য উদাহরণ সাইফুল ইসলাম সোহেল


আপনি চাইলে নিচের স্কিল গুলো নাড়াচাড়া করে দেখতে পারেন।

যেটা ভালো লাগবে সেটাই করবেন। 

  1. ওয়েব ডিজাইন
  2. ওয়েব ডেভেলপমেন্ট
  3. ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
  4. গ্রাফিক্স ডিজাইন
  5. কনটেন্ট রাইটিং
  6. মােবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  7. লিড জেনারেশন
  8. অ্যাডমিন সাপাের্ট
  9. কাস্টমার সার্ভিস
  10. ইন্টারনেট রিসার্চ এন্ড ডাটা এনালাইসিস প্রােডাক্ট ম্যানেজমেন্ট
শেষ কথাঃ কোন কাজে টাকা বেশি,চাহিদা বেশি, শেখা সহজ এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন।
আপনার ভালোলাগা ভালোবাসাকে গুরুত্ব দিন।কথাগুলো তেতো হলেও এটাই বাস্তবতা।

খোদা হাফেজ 


Please note that the content, videos and images used in this blog may have been taken from various websites/books. We share them for your valuable content, others' benefit. However, if you have any objections, please let us know. Your content will be removed.
insurance bd,Online education,insurance,Online education, bkash,nagod,mobile banking bd