ফ্রিল্যান্সিং যদি আপনার জীবনের লক্ষ্য হয় তাহলে ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি তা জানা উচিৎ।
বর্তমানে কোন কাজের চাহিদা বেশি
কোনো কাজ শুরু করার আগে পরিকল্পনা প্রয়োজন।পরিকল্পনা ছাড়া কাজে সফল হওয়া খুব কঠিন।
তো আমরা সফল হওয়ার জন্য অবশ্যই পরিকল্পনা গ্রহণ করবো।
তবে সবার আগে বিসমিল্লাহ বলে শুরু করবেন।আল্লাহর কথা সব সময় স্মরণ করবেন।
আচ্ছা,দুনিয়াতে কোন কাজের চাহিদা বেশি?মন দিয়ে একটু ভাবুন তো!🤔🤔
আমার মন বলে কৃষি বা কনস্ট্রাকশান হবে হয়তো।এসব কাজের প্রচুর চাহিদা রয়েছে।
শ্রমিক হওয়া কি সহজ?তারা রোদে-পুরে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে!
অবশ্যই সহজ বিষয় না।এ কাজে জনবল প্রচুর।
প্রচুর চাহিদা-প্রচুর শ্রমিক=০
তাহলে কী দাড়ালো?যেমন কর্ম তেমন ফল,যতটুকু করবে ততটুকুই পাবে।
এই সমীকরণ গুলোতে সমাপ্ত হলো😋😋
তবে এরই মাঝে যারা অদক্ষ তারা কাজ পায় না😥😥
চলুন চার্ট এর মাধ্যমে আমরা তিনটি স্কিল নিয়ে গবেষণা করি।👀
স্কিলের নাম | চাহিদা | জনবল | ফলাফল |
---|---|---|---|
ডেটা এন্ট্রি | প্রচুর | প্রচুর | ০ |
ওয়েব ডেভেলপমেন্ট | মোটামুটি | মোটামুটি | ০ |
গ্রাফিক্স ডিজাইন | মোটামুটি | মোটামুটি | ০ |
তাহলে কোন কাজ শেখা উচিৎ?
যে কাজে আপনার ভালোবাসা থাকবে সে কাজে আপনি দক্ষ হয়ে উঠবেন।
যে যত দক্ষতা সম্পূর্ণ হবে সে তত সফলতা অর্জন করবে।
হুম!এটাই বাস্তবতা 😶
বিশ্বাস না হলে নিচের সোর্স গুলো দেখতে পারেন🔻
📌 দক্ষতাই হলো ফ্রিল্যান্সিং প্রফেশনের মূল চাবিকাঠি
📌ভারসাম্য ও দক্ষতার অনন্য উদাহরণ সাইফুল ইসলাম সোহেল
আপনি চাইলে নিচের স্কিল গুলো নাড়াচাড়া করে দেখতে পারেন।
যেটা ভালো লাগবে সেটাই করবেন।
- ওয়েব ডিজাইন
- ওয়েব ডেভেলপমেন্ট
- ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
- গ্রাফিক্স ডিজাইন
- কনটেন্ট রাইটিং
- মােবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- লিড জেনারেশন
- অ্যাডমিন সাপাের্ট
- কাস্টমার সার্ভিস
- ইন্টারনেট রিসার্চ এন্ড ডাটা এনালাইসিস প্রােডাক্ট ম্যানেজমেন্ট
1 Comments
tnx for your fost
ReplyDelete