পরীক্ষা নিয়ে টেনশন বা চিন্তা থাকাটা স্বাভাবিক। পড়ালেখা থাকলে পরীক্ষা তো থাকবেই।লেখাপড়া করতে হলে পরীক্ষা থেকে বাঁচার কোন উপায় নেই। অনেকেই দেখলাম Google এ সার্চ করছেন,
পরীক্ষায় ভালো করার দোয়া
পরীক্ষায় ভালো করার দোয়া বাংলায়
পরীক্ষায় পাশের দোয়া
পরীক্ষায় ভালো ফল করার দোয়া
পরীক্ষায় পাশ হওয়ার দোয়া
পরীক্ষায় সফল হওয়ার দোয়া
রেজাল্ট ভাল হওয়ার দোয়া
পরীক্ষার ফলাফল ভালো হওয়ার দোয়া
পরীক্ষায় ভালো ফলাফল করার আমল
এ সময় চিন্তাগ্রস্ত না হয়ে মহান আল্লাহর প্রতি ভরসা করাই অতি উত্তম কাজ। কারণ আল্লাহ তাআলা উত্তম সাহায্যকারী।
পরীক্ষায় ভালো করার দোয়া :
পরীক্ষার কেন্দ্রে প্রবেশের পর দোয়া-
ক.পরীক্ষার হলে দরূদে ইবরাহিম পড়া।
খ. চিন্তা ও অস্থিরতা মুক্ত থাকার দোয়া- উচ্চারণ : লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম (৩ বার)
গ. দোয়াটি পড়া-
উচ্চারণ : রাব্বি ঝিদনি ইলমা (৩ বার)
অতপর পরীক্ষার খাতা হাতে পেয়ে ‘আউজুবিল্লাহি মিনাশ শায়ত্বানির রঝিম ও বিসমিল্লাহির রহমানির রহিম' পড়ে খুব মনোযোগ দিয়ে রোল নম্বর( Roll Number), রেজিস্ট্রেশন নম্বর (Registration Number), বিষয় কোড(Subject Code), প্রশ্নপত্রের সেট কোডসহ
যাবতীয় তথ্য ভাল করে (বৃত্ত ভরাট) পূরণ করা।
তারপর ঘণ্টা দেওয়ার সাথে সাথে আল্লাহর নামে ঠাণ্ডা মাথায় প্রথমে ভালো জানা প্রশ্নগুলো উত্তর পত্রের দিতে শুরু করা।
পরীক্ষার সময় ও পরীক্ষার হলে পরীক্ষার্থীর করণীয়-
ক. পরীক্ষার পূর্বে অতিরিক্ত চিন্তা করবে না।
খ. খাবার-দাবারে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করবে।
গ. নির্ঘুম রাত কাটানো থেকে বিরত থাকবে।
ঘ. পরীক্ষার হলে আরামদায়ক পোশাক পরিধান করবে।
ঙ. পরিক্ষার জন্য রওয়ানা হওয়ার আগে অ্যাডমিট কার্ড(Admit Card), রেজিস্ট্রেশন কার্ড (Registration Card)সহ পরীক্ষার সরঞ্জামসমূহ গুছিয়ে নিবে।
চ. পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত সময়ের কিছু আগে এসে ফ্রেশ (পরিচ্ছন্ন) হওয়া।
ছ. পরীক্ষার কেন্দ্রে প্রবেশের আগে ওজুর সহিত প্রবেশ করা।
আল্লাহ তাআলা প্রত্যেক ছাত্র- ছাত্রীকে এ নিয়মগুলো মেনে ভালো পরীক্ষা দেয়ার তাওফিক দান করুন। আমিন।
কিছু জানতে চাইলে কমেন্ট করুন সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।
Source: পরীক্ষায় ভালো করার দোয়া ও আমল
Please note that the content, videos and images used in this blog may have been taken from various websites/books. We share them for your valuable content, others' benefit. However, if you have any objections, please let us know. Your content will be removed.
0 Comments